আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলিন্ডার গ্যাসের সংকট, চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

বরিশাল অফিস

সিলিন্ডার গ্যাসের সংকট, চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

সিলিন্ডার গ্যাসের দাম হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বরিশালের গ্রাহকরা। বিভিন্ন দোকান ঘুরেও মিলছে না সিলিন্ডার গ্যাস। যা পাওয়া যাচ্ছে তা সরকারি দাম এক হাজার ৩৫০ টাকায় মিলছে না। বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায়। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তবে গ্যাস না পেয়ে অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক চুলার দিকে।

বরিশালের বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে, বসুন্ধারা, যমুনা, গ্রিন নাভানা, ডেলটা, টোটালসহ বিভিন্ন কোম্পানির গ্যাসের চাহিদামতো সরবরাহ নেই। দেশে ১৮টি গ্যাস কোম্পানির মধ্যে বর্তমানে বাজারে ছয়টি কোম্পানি গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। তাও আবার প্রয়োজনের তুলনায় খুবই কম।

বিজ্ঞাপন

বরিশাল নগরীর নতুন বাজার এলাকার সান গ্যাস সিলিন্ডারের পরিবেশক রবিউল আলম আমার দেশকে বলেন, বর্তমানে চাহিদার ছয় ভাগের একভাগও সরবরাহ করছে না গ্যাস কোম্পানিগুলো। তিনি বলেন, প্রতি চার-পাঁচদিন পরপর তার দোকানের জন্য এক ট্রাক গ্যাসের সিলিন্ডারের প্রয়োজন হয়। ট্রাকভর্তি খালি সিলিন্ডার নিয়ে ঢাকা গেলে কোম্পানি মাত্র ৭০-৭২টি সিলিন্ডার দিচ্ছে। ফলে খালি ট্রাক বরিশালে আনতে হচ্ছে। ট্রাকের ভাড়া সমন্বয় করে প্রতি সিলিন্ডার গ্যাস এক হাজার ৪৫০ টাকায় পাইকারি বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, গ্রাহকদের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় বরিশালে গ্যাসের সংকট দেখা দিয়েছে।

এদিকে খুচরা দোকানগুলো ঘুরে দেখা যায়, প্রতি সিলিন্ডার গ্যাস তারা এক হাজার ৫৫০ টাকা থেকে ১৬০০ টাকায় বিক্রি করছেন। তিন-চারটি দোকান ঘুরে দুয়েকটি দোকানে গ্যাস মিলছে। এ কারণে বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়ছেন গ্রাহকরা। গত দুই সপ্তাহ ধরে বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাচ্ছেন না এখানকার ভোক্তারা। বিভিন্ন দোকান ঘুরে ফেরত যাচ্ছেন হোটেল মালিক, চায়ের দোকানিসহ বাসাবাড়ির মালিকরা। অনেকে বাধ্য হয়েই ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন।

নগরীর কাউনিয়া এলাকার খুচরা গ্র্যাস বিক্রেতা বাবুল সরকার আমার দেশকে বলেন, বরিশালে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে প্রতি সিলিন্ডার গ্যাস তিনি এক হাজার ৫৫০ টাকা দরে বিক্রি করছেন। কোনো কোনো দোকান এক হাজার ৬০০ টাকায় বিক্রি করছে বলেও জানান তিনি।

হানিফ নামে এক খুচরা বিক্রেতা বলেন, বরিশালে গ্যাসের চাহিদা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সকাল থেকে অনেকে গ্যান না পেয়ে ফিরে গেছেন। এতে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।

এদিকে, গ্যাসের দাম বেড়ে যাওয়া ও সিলিন্ডার সংকটের কারণে ইলেকট্রিক চুলার প্রতি ঝুঁকছেন গ্রাহকরা। বৃহস্পতিবার সকালে নগরীর কয়েকটি ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে এ তথ্য জানা গেছে।

মামুন শেখ নামে এক বিক্রেতা জানান, গত এক সপ্তাহে তারা উল্লেখযোগ্যসংখ্যক ইলেকট্রনিক চুলা বিক্রি করেছেন। তবে গত দুদিন ধরে এর চাহিদা কয়েকগুণ বেড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...