নড়াইল ২ আসনে বিএনপির জেলা সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেবার দাবিতে অনশন করছের মনিরুলের কর্মী সমর্থকরা। মনোনয়ন ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমৃত্যু এ অনশন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা।
নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুক্রবার (২৭ডিসেম্বর) বিকাল থেকে আমরণ এ অনশন কর্মসূচি শুরু করা হয়েছে। জানা গেছে, নড়াইল ২ আসনে বিএনপি গেল ৪ ডিসেম্বর মোঃ মনিরুল ইলামকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে। পরে ২৪ডিসেম্বর তা পরিবর্তন করে জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক এনপিপি’র চেয়ারম্যান, সদ্য বিএনপিতে যোগদানকারি ড. ফরিদুজ্জামান ফরহাদকে দলীয় প্রার্থী করা হয়। এর প্রতিবাদে শুক্রবার (২৭ডিসেম্বর) এ অনশন শুরু করে মনিরুলের অনুসারীরা। প্রথমে কয়েকজন অনশনে শুরু করলেও কর্মসূচিকে ঘিরে ক্রমে ভিড় বাড়ছে, নারী পুরুষ অনেকেই অনশনে যোগ দিচ্ছে। অনশনকারীরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে কয়েকজন ইতোমধ্যে অসুস্থ হয়েছে পড়েছেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। মনিরুলের মনোনয়ন ফিরিয়ে না দেয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

