একই দিনে জাতীয় সংসদ ও গণভোট নিয়ে ত্রয়োদশ নির্বাচনে সারাদেশের ন্যায় মানিকগঞ্জ- ১ আসনে নানা কৌশলে ভোট প্রার্থনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু একই দিনে গুরুত্বপূর্ণ গণভোট সম্পর্কে তেমন প্রচারণা নেই এ আসনের তিন উপজেলা শিবালয়, ঘিওর ও দৌলতপুরে এলাকায়।
শিবালয়ের জনগুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে প্রায় শতাধিক লোকের সাথে কথা বলে এমন তথ্য মিলেছে। নারী-পুরুষ অধিকাংশ ভোটারই জানেন না গণভোট কি? তবে মাত্র একজন সংসদ সদস্য প্রার্থীকে ওই এলাকায় গণভোট সম্পর্কে ক্যাম্পিং করতে দেখা গেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয় উপজেলা চত্বর টেপড়া, আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকার বিভিন্ন ব্যবসায়ী, শ্রমিক, নৌকার মাঝি, বিভিন্ন বাহনের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, হ্যাঁ এবং না ভোট সম্পর্কে তাদের অনেকেরই ধারণা নেই। কারণ গতানুগতিক নিয়ম অনুযায়ী ভোটাররা একদিনে এক ভোটে অভ্যস্ত। কিন্তু একই দিনে দুই ধরনের কাগজে, দুই ধরনের ভোট বিষয়ে তাদের তেমন ধারণা নেই বলে, মন্তব্য করেছেন সবাই।
খোঁজ নিয়ে এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে কথা বলে জানা গেছে, হ্যাঁ এবং না ভোট অর্থাৎ গণভোট নিয়ে এখনো ক্যাম্পেইনে নামেনি কেউ। এর কারণ হিসেবে সচেতন অনেকেই এই প্রতিবেদককে বললেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন পক্ষের লোকজন এই প্রচারে নেই। তারা এই নির্বাচনকেও লুটের নির্বাচন হিসেবে চিহ্নিত করতে চায়। যে কারণে একটি পক্ষ গণভোটের প্রচার করতে চায় না।
শিবালয়ের আরিচা বন্দর ব্যসায়ী ওয়াসিম আলী মোল্লা বলেন, গণভোটের কথা শুনছি। তবে কি ভাবে বা কোন পদ্ধতিতে ভোট দিতে হবে, সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই।’
মানিকগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক গণভোটের বিষয়ে বলেন, আমি নিজেই উদ্যোগ নিয়ে গণভোট সম্পর্কে লোকজনকে উৎসাহিত করছি।
এলাকার বিএনপি পরিচয় ও পদবিধারী অনেকের সাথে কথা বললেও গণভোট কি এ সম্পর্কে তারা কোনো স্বচ্ছ ধারণা দিতে পারেননি। দলীয় নেতাদের সাথে কথা বললে তারা গণভোট সম্পর্কে তেমন উৎসাহ দেখাননি।
গণভোট সম্পর্কে কাপড় ব্যবসায়ী মো. আবুল হাসেম বলেন, গণভোট নিয়ে তেমন কিছু বুঝি না। তবে হ্যা-তে ভোট দিলে জুলাইতে যারা শহীদ হয়েছেন তারা শহীদের স্বীকৃতি পাবেন এইটা বুঝি।
একই বিষয়ে রিকশাচালক মজিবুর রহমান, দিনমজুর রজব আলি, চায়ের দোকানদার জুলেখা বেগম, ফলের দোকানদার আবুল হোসেন, রাজ্জাক, কসমেটিক ব্যবসায়ী শিপলু হোসেন, ফরিদ মিয়া, ইউসুফ মিয়া, লুৎফর রহমান, নুরুল ইসলাম, মাছ ব্যবসায়ী আব্দুল হাই, এমদাদুল হক, নকুল হালদার, ভজন হালদার, ভবঘুরে ফেরদৌস, হারুন, ইলিয়াসসহ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বললে তারা গণভোট কি বুঝেন না বলে জানিয়েছেন।
মানিকগঞ্জ- ১ আসনে বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ লোকজনের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

