ডেইলি সুনামগঞ্জ ডটকমের উদ্যোগে এবং রনেন্দ্র তালুকদার পিংকুর সম্পাদনায় প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি সুনামগঞ্জ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দৈনিক প্রথম আলোর সিলেট বিভাগীয় প্রধান সুমন কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, প্রথম আলোর প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন। আলোচনায় অংশ নেন নাট্যকার, লেখক ও ব্যাংকার মু. আনোয়ার হোসেন রনি, কবি সুমন বণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান।
আলোচনা সভার শুরুতে অতিথিরা প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রন্থটির সম্পাদনা ও প্রকাশনায় রনেন্দ্র তালুকদার পিংকুর বিশেষ অবদান প্রশংসার দাবিদার। প্রবাসে থেকেও সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তার নিরলস গবেষণা ও লেখালেখি বিরল দৃষ্টান্ত। তিনি খুঁজে খুঁজে বহু মূল্যবান গ্রন্থ প্রকাশ করে সাহিত্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ জন্য বক্তারা প্রবাসী লেখক রনেন্দ্র তালুকদার পিংকুর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

