আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ছবি: আমার দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) মর্যাদাপূর্ণ এ আসন থেকে কেন্দ্রের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তবে ১০ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির সৈয়দ তালহা আলমসহ আরও দুজনকে উম্মুক্ত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

উম্মুক্ত অন্যান্য দুই প্রার্থী হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী হাফিজ শেখ মোস্তাক আহমেদ।

জামায়াত প্রার্থী প্রত্যাহারের পর এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম জানান, ১০ দলীয় জোটের অন্যতম একজন প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আমাকে ভোটের লড়াইয়ে নামতে নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি দীর্ঘদিন ধরে ভোটের মাঠে আচ্ছি। ইনশাআল্লাহ ভোটাররা আমাকে ঈগল মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...