ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)রাতে সিঙ্গাপুর এর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
রাত সাড়ে বারোটার দিকে নবাবগঞ্জ উপজেলার ডাকবাংলা তিন রাস্তার মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভে অংশ নেয়া ছাত্র-জনতা স্লোগানে মুখরিত করে বলেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে, হাদি হাদি। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেত দিবোনা। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে।
এ সময় ইসাহাক আলী, তরিকুল ইসলাম, নাজিব, ইস্রাফিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

