আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদির মৃত্যুর সংবাদে নবাবগঞ্জে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ওসমান হাদির মৃত্যুর সংবাদে নবাবগঞ্জে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)রাতে সিঙ্গাপুর এর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

বিজ্ঞাপন

রাত সাড়ে বারোটার দিকে নবাবগঞ্জ উপজেলার ডাকবাংলা তিন রাস্তার মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভে অংশ নেয়া ছাত্র-জনতা স্লোগানে মুখরিত করে বলেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে, হাদি হাদি। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেত দিবোনা। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে।

এ সময় ইসাহাক আলী, তরিকুল ইসলাম, নাজিব, ইস্রাফিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন