সড়ক-সংস্কার উদ্বোধনকালে চসিক মেয়র

প্রত্যাশা পূরণ হওয়ায় আগ্রাবাদে ঈদের আনন্দ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬: ২৩

জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক সংস্কার শুরু হওয়ায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ঈদের আনন্দ বইছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আগ্রাবাদের শেখ বশির আহমেদ সড়কটি বছরের পর বছর অবহেলিত ছিল। এটিকে দখল করে রাখা হয়েছিল। মানুষের হাঁটার কোনো পথ ছিল না। কোনো কালেই এটি সংস্কার হয়নি ও দখলমুক্ত হয়নি। তাই স্থানীয়রা আজ এত আনন্দিত।

গতকাল বুধবার সকালে সড়কটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকের দিনটি আগ্রাবাদবাসীর জন্য এক বিশেষ দিন। এই সড়ক মানুষের জীবনের অংশ। দখলমুক্ত করে এটি চলাচলের জন্য উন্মুক্ত করেছি। এটা আমার নাগরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক অঙ্গীকার পূরণ।

মেয়র ঘোষণা দেন, মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটির সৌন্দর্যবর্ধন করা হবে। নগরীর ৪০টি বড় সড়কের উন্নয়নে টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগির এগুলো দৃশ্যমান হবে।

অনুষ্ঠানে চসিক সচিব মো. আশরাফুল আমিন ও নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত