আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেনা অভিযান

বরিশালে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২, মাদক-গুলি উদ্ধার

বরিশাল অফিস

বরিশালে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২, মাদক-গুলি উদ্ধার

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

বিজ্ঞাপন

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, শনিবার বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কসবা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রায়হান ফকির (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা, ১৮০ রাউন্ড এয়ারগানের গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান গৌরনদী পৌর যুবলীগের সদস্য ও কসবা গ্রামের নিজাম ফকিরের ছেলে।

অপরদিকে আগৈলঝাড়ার রত্নপুরে গত শনিবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিরাজ হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জাম ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়। আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন