আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম বন্দর

বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল ইজারার প্রতিবাদ শ্রমিকদলের

চট্টগ্রাম ব্যুরো

বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল ইজারার প্রতিবাদ শ্রমিকদলের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আগামী দুইদিন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে শ্রমিকদল। তাদের এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শনিবার সব ধরনের অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেয় দলটি। একইসঙ্গে পরদিন রোববার সব ধরনের প্রশাসনিক কাজ বন্ধ রাখার ঘোষণাও দেয় তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পৃথক দুটি সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেয় সংগঠন দুটি।

এর আগে, সকালে এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে উচ্চ আদালত। এরপর বিক্ষোভ মিছিল করের শ্রমিকদলের বন্দর শাখার নেতাকর্মীরা। পরে আগ্রাবাদের একটি হোটেলে সংবাদ সম্মেলক করেন তারা।

তারা বলেন, টার্মিনালটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিলে দেশের নিরাপত্তা ও বন্দরের নিয়ন্ত্রণ ভিনদেশিদের হাতে চলে যাবে। সেখানে বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা রয়েছে। বন্দরের আয়ের বড় অংশ সরাসরি বিদেশে চলে যাবে। এতে বন্দর থেকে আয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে পাচার হয়ে যাবে।

এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক দলের নেতারা। সরকার সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এদিকে বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক দলের কর্মসুচির প্রতি সমর্থন জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।

সংগঠনটির নেতারা বলেন, আমরা ভেবেছিলাম একটি অবাধ নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের মনোযোগ থাকবে। কিন্তু এমন সময় বন্দর নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত সবাই সন্দেহের চোখে দেখছে। দ্রুত সময়ের মধ্যে এই প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। অন্যথায় শ্রমিক কর্মচারি ও সাধারণ মানুষকে নিয়ে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুশিয়ারি দেয় সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...