আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচনি পরিচালনা সমন্বয় কমিটির সদস্যসচিব ফেরদৌস হোসেন রনি।

বিজ্ঞাপন

হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আকবর হোসেন ও বিশেষ অতিথি আজিজুল হক আজিজের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুল্লাহ রোহান।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিশ্বস্ত কাণ্ডারি ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট এ শূন্যতা পূরণ হবার নয়। তাকে হারিয়ে গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এ কাজটি যখন আমরা পূর্ণরূপে করতে পারব তখনই আমরা খালেদা জিয়ার প্রকৃত সৈনিকের যোগ্যতা অর্জন করতে পারব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...