আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা-৭ আসন

বিএনপি প্রার্থী রেদোয়ানের ৫৫ কোটি টাকার সম্পদ, স্ত্রীর ২৭ কোটি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপি প্রার্থী রেদোয়ানের ৫৫ কোটি টাকার সম্পদ, স্ত্রীর ২৭ কোটি

স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদের মোট সম্পদের পরিমাণ ৫৫ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া তার স্ত্রীর রয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকার সম্পদ ।‌ রেদোয়ানের নিজের রয়েছে ২৯ ভরি স্বর্ণ এবং স্ত্রীরও রয়েছে সমপরিমাণ। কুমিল্লা-৭ আসনে বিএনপির টিকিটে প্রার্থী হয়েছেন এলডিপির সাবেক এই মহাসচিব।

বিজ্ঞাপন

গত ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন এলডিপি থেকে পদত্যাগ করে কুমিল্লা-৭ আসনে বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ। তিনি ও তার স্ত্রী উভয়েই পেশায় ব্যবসায়ী।

ড. রেদোয়ান আহমেদ নামে মোট ১১ দশমিক ৭৩ একর কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য এক কোটি টাকা। তার বাড়ি ও অ্যাপার্টমেন্টের মূল্য ৬৮ লাখ টাকা । তবে তিনি কতগুলো বাড়ির মালিক তা হলফনামায় উল্লেখ করা হয়নি।

তার স্ত্রীর নামে রয়েছে তিন দশমিক ১০ একর জমি, যার মধ্যে অকৃষি জমি দশমিক ৯৬ একর। এসব জমির মূল্য উল্লেখ করা হয়েছে ৩৪ লাখ টাকা। স্ত্রীর নামে পাঁচ হাজার ৬০০ বর্গফুটের একটি বাড়ি রয়েছে, যার মূল্য ধরা হয়েছে সাড়ে ১১ লাখ টাকা।

ড. রেদোয়ান আহমেদের নামে তিন লাখ টাকার আগ্নেয়াস্ত্র লাইসেন্স করার তথ্য উল্লেখ করা হলেও অস্ত্রটি কোন ধরনের তা উল্লেখ করা হয়নি। ৩৯ লাগ টাকার গাড়ি থাকার কথাও উল্লেখ করেছেন তিনি।

ড. রেদোয়ান আহমেদের হাতে নগদ অর্থ রয়েছে চার কোটি ৬২ লাখ টাকা, স্ত্রীর আছে নগদ সাড়ে ৪৫ লাখ টাকা । ড. রেদোয়ান আহমেদের আয়ের উৎস ব্যবসা। তার মূলধনী আয় চার কোটি ৭৮ লাখ টাকা। তিনি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৪ লাখ টাকা আয়কর রিটার্ন দাখিল করেছেন।

আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে দুদকের একটি মামলাসহ মোট তিনটি মামলা হয়েছিল। বর্তমানে একটি মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. রেদোয়ান আহমেদ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোশারফ হোসেন। সাধারণ ভোটাররা বলছেন, এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন