আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগঞ্জে জামায়াত নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জে জামায়াত নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

লক্ষ্মীপুরের রামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সোমবার রাতে নেতৃবৃন্দ রামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সার্বিক খোঁজ-খবর নেন ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

জামায়াতে ইসলামীর রামগঞ্জ উপজেলা শাখার আমির ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার আমির অ্যাডভোকেট হাসান বান্না, সাবেক পৌর আমির ও উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, সুরা সদস্য মো. শাহাদাত হোসেন প্রমুখ।

রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লিটন সাহাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে এ সময় ধন্যবাদ জানান।

উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তার রক্ষায় রামগঞ্জে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলাব্যাপী বিশেষ হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও গত বছর রোস্টার ডিউটির মাধ্যমে স্বেচ্ছাসেবীরা মন্দিরের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন