আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা
ছবি: আমার দেশ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে গত শুক্রবার যাচাই-বাছাই চলাকালীন সময়ে হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতার বৈধতা নিয়ে জেলা প্রশাসক বরাবর মৌখিক আবেদন করেছিলেন কুমিল্লা-৪ আসন এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী ‌হাসনাত আবদুল্লাহ। তখন জেলা প্রশাসক উচ্চ আদালতে আপিল করার নির্দেশনা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন