আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাশকতা মামলায় গ্রেপ্তার ইন্দুরকানী যুবলীগের সভাপতি

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

নাশকতা মামলায় গ্রেপ্তার ইন্দুরকানী যুবলীগের সভাপতি

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় উপজেলা যুবলীগের সভাপতি আ. রাজ্জাক হাওলাদারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ইন্দুরকানী ও শাহবাগ থানা পুলিশের সহযোগিতার ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আ. রাজ্জাক হাওলাদার (৫২) বালিপাড়া ইউনিয়নের ডেপসাবুনিয়া গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা রাজ্জাক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন