আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে লালমনিরহাটে বিভিন্ন মহলের শোক প্রকাশ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে লালমনিরহাটে বিভিন্ন মহলের শোক প্রকাশ

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে লালমনিরহাটে সাংবাদিক, রাজণীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার লাবলু, দিনকাল পত্রিকার স্টাফ রিপোটার এস.এম গোলাম মোস্তফা, সাপ্তাহিক লালমনির কাগজের উপদেষ্টা সম্পাদক বেলাল হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি লাভলু শেখ, মাইটিভি ও অবজারভার পত্রিকার প্রতিনিধি মাহফুজ সাজু, নয়াদিগন্ত পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজ, আলোকিত বাংলাদেশ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আরিফুর রশীদ, সিনিয়র সাংবাদিক আবুল হাসনাত রানা, লিয়াকত আলী, আইয়ুব আলী বসুণিয়া,নারী উন্নয়ন সংস্থা ফিডার পরিচালক ফিরোজা আখতার, রাবেয়া বেগম প্রমুখ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জীবনের সকল গুনাহ-খাতা মাফ করে তাকে যেন জান্নাতের সবচেয়ে বড় মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন,সকলেই মহান আল্লাহ তাআলা কাছে মরহুমার জন্য এই দোয়াই করেছেন ।

এদিকে অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সম্পাদক ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মজনু, বিএনপি নেতা ইকবাল হোসেনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় বিবৃতিদারতারা অধ্যাপিকা মাহমুদা বেগম জাতিকে ড.মাহমুদুর রহমানের মতো একজন সত্যপ্রতিশ্রুত সন্তান জাতিকে উপহার দিয়েছেন যিনি কিনা অন্যায় এর বিরুদ্ধে আপোষহীন। যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ভারতীয় আধিপত্য রোধে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন