আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিশোরগঞ্জে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ উদ্বোধন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ উদ্বোধন

শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা দোয়া ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড-সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় কিশোরগঞ্জবাসী ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তখন হাদির আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের নানা দিক স্মরণ করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি সড়ক’।

এ সময় কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রনেতা আশিকুজ্জামান আশিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...