আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণদোয়ার আয়োজন করে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
গণদোয়ার আয়োজন করে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

‎আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী- ১ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তার নিজ আসনের পরশুরাম উপজেলায় গণদোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

‎দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী- ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

‎উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে গণদোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ খালেক, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোশেদ আলম মিলন।

‎গণদোয়া উপলক্ষে স্কুল মাঠে উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ ও পৌর এলাকার সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এ সময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের ফরিয়াদে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। 

‎খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন