
উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি বলেন, উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে হওয়া মশাল মিছিল মামলায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার রাতে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসানকে পাটগাতী বাসস্ট্যান্ড ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হককে পাঁচকাহনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা করেন এসআই রাব্বি মোরসালিন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরদিন এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা করেন এসআই মোসলেম আলী। এতে ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি বলেন, উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে হওয়া মশাল মিছিল মামলায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার রাতে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসানকে পাটগাতী বাসস্ট্যান্ড ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হককে পাঁচকাহনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা করেন এসআই রাব্বি মোরসালিন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরদিন এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা করেন এসআই মোসলেম আলী। এতে ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে চট্টগ্রামে। এক বছর ধরে যেন খুনের নগরীতে পরিণত হয়েছে এই বন্দর শহর। মহানগরী ছাড়াও জেলার অন্তত চারটি উপজেলায় কমপক্ষে ৪০টি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৩০টি খুনই হয়েছে গুলিতে
২ ঘণ্টা আগে
ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন দেশ জাতি ও ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইসলামী আন্দোলনের জনশক্তিকে মাথায় রেখে জনমত আদায়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
২ ঘণ্টা আগে
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় হাসান মাহমুদ নীরব (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য ও রহস্য— এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা?
৩ ঘণ্টা আগে