আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘ড্যান্সিং স্টাইলে’ মোটরসাইকেল চালাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

‘ড্যান্সিং স্টাইলে’ মোটরসাইকেল চালাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত
ছবি: আমার দেশ।

বগুড়ার শাজাহানপুর ড্যান্সিং স্টাইলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী ও ট্রাকচালকসহ আরো দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ট্রাকে আগুন ধরে যায়।

রোববার দুপুর পৌনে ১টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার মহাসড়কের ওড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। খবর পেয়ে শাজাহানপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

নিহত যুবক মো. রোহান (১৭)। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের আশু মিয়ার ছেলে এবং শেরপুর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। আহত মারুফ হোসেন (১৮) একই এলাকার বাবলা মিয়ার ছেলে। আহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অন্যথায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

প্রত্যক্ষদর্শী শিবলু মিয়া জানান, ট্রাকটি বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। একই সময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী একই দিকে যাচ্ছিলেন। ট্রাকটিকে দ্রুত গতিতে এবং ড্যান্সিং স্টাইলে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে ট্রাকেও, ফলে ট্রাকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন