প্রতিবাদে নোয়াখালী-৫ আসনে বিক্ষোভ সমাবেশ

বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে ধানের শীষের প্রচারণা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০: ৩৯
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০০: ৪৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যকারী ও তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে নোয়াখালী ৫ আসনে ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামের নির্বাচনি প্রচারণা চালানোর প্রতিবাদে কবিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একটি অংশ।

রোববার বিকেলে উপজেলার চরএলাহি গোফুরিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- চরএলাহী ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল তোতা, চর এলাহি ইউনিয়ন বিএনপি'র সাংগাঠনিক সম্পাদক নরুল হুদা মাস্টার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রুবেল, যুবদল নেতা একরাম ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ডাক্তার আব্দুর রহিম রনি ও স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে নোয়াখালী-৫ আসনে অনেক যোগ্য প্রার্থী থাকা শর্তেও এস. আলম গ্রুপের ব্যবসায়িক পার্টনার ফখরুল ইসলামকে মনোনয়ন প্রদান করার পরেও দলীয় সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখলাম গত শুক্রবার ফখরুল ইসলাম একটি সংবাদ সম্মেলনে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ অনেক নেতাকে ভিন্ন দল থেকে বিএনপিতে এসেছেন বলে তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। দলের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফখরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপি নেতা আব্দুল মতিন তোতা চেয়ারম্যানকে হত্যাকারীরা ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের সাথে প্রকাশ্যে চলাফেরা করছে। আমাদের (মরহুম তোতা চেয়ারম্যান অনুসারীদেরকে) ফখরুল ইসলামের ওইসব লোকজন হুমকি-ধুমকি দিচ্ছে ও ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খুনি ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ফখরুল ইসলামকে বলতে শোনা গেছে- আমি যদি বলি, সারাদিন বলে শেষ করা যাবে না, হাজার হাজার নেতাকর্মীরা দেখেন, এর বড় অংশ হচ্ছে অন্যদল থেকে আসা। এমনকি বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও অন্যদল থেকে আসছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগ থেকে এসে বিএনপির মহাসচিব মন্নান ভূঁইয়া ন্যাপ থেকে এসে মহাসচিব হন, এমনকি নোয়াখালীর রাজনীতিতে বরকত উল্যাহ বুলু, জয়নুল আবেদীন ফারুক, শাহজাহান সাহেব এরা একজনও বিএনপির প্রোডাক্ট না। শাহজাহান সাহেব আসছেন ন্যাপ থেকে, বরকত উল্যাহ বুলু ও জয়নুল আবেদীন ফারুক আসছেন জাসদ থেকে। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, সবার চুলকানি শুধু আমাকে নিয়ে কেন?

এ নিয়ে জানতে চাইলে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কবিরহাট উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মীর সাথে আমার বৈঠক হয়েছে। এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। সবার নাগরিক অধিকার রয়েছে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত