ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক: হাসনাত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩: ২০

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাই ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক। একটা ফ্যাসিবাদবিরোধী সংসদ গঠিত হোক। একটা বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের বাংলাদেশপন্থী মনে করে থাকেন।

রোববার সন্ধ্যায় কুমিল্লায় এলিট প্যালিসে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশকে ধারণ করে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করে এবং ভারতীয় আধিপত্য বিরোধীতে বিশ্বাস করে, যারা সংস্কারে বিশ্বাস করে। যারা এই বিপ্লবের জন আকাঙ্ক্ষাকে বিশ্বাস করে তাদের নিয়ে আগামী সংসদ গঠিত হবে।

তিনি বলেন, আগেও বলেছিলাম যারা দলীয় কোন্দলে গুলি না খাইতে চান। বিএনপির যে মূল রাজনৈতিক থেকে, শহীদ জিয়ার আদর্শ থেকে, ৫ আগস্টের পর নতুন বিএনপির রাজনৈতিক ব্যক্তি যোগ হয়েছেন। যারা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে পারেন না। যারা এ পরিবেশে থাকতে অস্বস্তিবোধ করছেন। আমরা তাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা তাদের নমিনেশন দেব। আমরা কুমিল্লার ১১টি আসনে সৎ যোগ্য প্রার্থী দেব। প্রথম ধাপে নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত