আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসনাত আব্দুল্লাহ

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

জেলা প্রতিনিধি, কুমিল্লা

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব
ছবি: আমার দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মিডিয়ার দ্বিচারিতা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, যেসব মিডিয়া জুলাইয়ে আওয়ামী লীগের দালালির দৌড়ে ওপরে ছিল, তারা এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে।

তাদের মধ্যে তিনি সময় টিভি, একাত্তর টিভি ও ডিবিসির নাম উল্লেখ করে বলেন, “গত ১৭ বছর ধরে এই টেলিভিশনগুলোই টকশোতে, নিউজে, তারেক রহমানকে দেশদ্রোহী বানাতে ব্যস্ত ছিল। আজ বিএনপি তাদের কোলেই বসে আছে। কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে।

বিজ্ঞাপন

আমাদের কোনো নিউজ করতে বললে সাংবাদিকেরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন। তাদের নিউজ হেড অফিস থেকে প্রকাশ করা হয় না। তারাই আজ তারেক রহমানের বন্ধু হয়ে আছে। এগুলো খুবই দুঃখজনক, আমরা এই দালাল মিডিয়াগুলোর বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করব।”

৩০ জানুয়ারি শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে ১১দলীয় জোটের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটা দল আজকাল ফ্যামিলি কার্ড দিয়ে নারীদের ছায়া হয়ে পাশে দাঁড়ানোর কথা দিচ্ছে। অথচ তাদের কর্মীরা নারীদের কাপড় খুলে ফেলার হুমকি দিচ্ছে। হিজাব খুলে নেওয়ার ঘটনা ঘটছে। চব্বিশ-পরবর্তী সময়ে দেশের এমন অবস্থা এই জাতি কিছুতেই বরদাস্ত করবে না।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করার উত্তম সুযোগ হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ, প্রশাসন, মিলিটারি— আপনারা জনগণের বন্ধু হয়ে ওঠেন। আপনারা কোনো দলের নন, আপনারা বাংলাদেশের ২০ কোটি জনগণের।

আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বিএনপি, জামায়াত হওয়ার দরকার নেই, গুলশান, ধানমন্ডি, মগবাজারে লাইন দেওয়ার দরকার নেই। আপনাদের ক্ষমতা হচ্ছে জনগণ। আপনারা বেনজিরের কথা ভুলে যাইয়েন না। আপনাদের কাঁধে আজ একটা মহান দায়িত্ব এসেছে। আপনারা কত সূক্ষ্ম ও নির্ভেজাল নির্বাচন উপহার দিতে পারেন, এবার জাতিকে দেখিয়ে দিন।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এ টি এম মাসুম, ডাকসুর ভিপি আবু সাদিক কাউয়ুম, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান প্রমুখ ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...