আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোম ফারুক’ আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২১: ২২

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফরিদপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে (৭২) আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ফারুক হোসেন ওরফে বোম ফারুক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক আমেরিকায় অবস্থান করার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ফারুক হোসেনকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদান করা হয় বলে তিনি নিজেই ফেসবুকে জানান। একই সাথে দলের অন্য অঙ্গ সংগঠন নেতাকর্মীকে তাকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেন ।

প্রসঙ্গত উল্লেখ যে ফারুক হোসেন জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলা সহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি

বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, সন্ধ্যায় ফারুক হোসেনকে আটক করা হয়। তার নামে থানায় দুটি মামলা রয়েছে এবং দুটি মামলায় গ্রেপ্তারের বিষয়টি-প্রক্রিয়াধীন রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত