ফেনীর দাগনভূঞায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে পৌরসভার শ্রীধরপুরে অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে মহিন উদ্দিন (২৪) ও তার ভাই মাঈন উদ্দিন (২২)।
অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর ঘটনাস্থল থেকে নিয়ে আসা সম্ভব না হওয়ায় তা অকেজো করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

