আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেদাভেদ ভুলে দেশকে ফুলের মতো করতে চাই : দোয়া মাহফিলে ড. মঈন

জেলা প্রতিনিধি, নরসিংদী
ভেদাভেদ ভুলে দেশকে ফুলের মতো করতে চাই : দোয়া মাহফিলে ড. মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা এ দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে এ দেশকে আমরা ফুলের মতো দেশে পরিণত করতে চাই।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে মঈন খান বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে। কিন্তু এ মত যেন আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টির মাধ্যমে কোনো ধরনের দ্বিধা সৃষ্টি না করতে পারে; সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এ দেশে স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি সম্মুখ সারিতে যুদ্ধ করেছিলেন; যুদ্ধে জয়লাভ করেছিলেন। এ দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন।

দোয়া মাহফিলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কসহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহসভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল ও তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে গুলি জুলাইযোদ্ধাদের হত্যাযোগ্য করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

এলাকার খবর
খুঁজুন