আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারের সাবেক পৌর চেয়ারম্যানের আরো এক মামলায় ৫ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সাবেক পৌর চেয়ারম্যানের আরো এক মামলায় ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নুরুল আবছারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের আরও একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত।

বিজ্ঞাপন

একই সঙ্গে আদালত তাকে আত্মসাৎ করা টাকার সমপরিমাণ অর্থ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছেন।

সোমবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান।

বিশেষ জজ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ মঙ্গলবার সকালে জানান, আদালত নুরুল আবছারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন। নুরুল আবছার জামিনে থেকে পলাতক রয়েছেন।

ইতোপূর্বে গত ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের তিনটি মামলায় নুরুল আবছারের প্রতিটিতে এক বছর করে সাজা দিয়েছিলেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ১৯৮৪ থেকে ১৯৮৯ সালের মধ্যে কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন পৌরসভার বিভিন্ন কাজের জন্য আত্মসাৎ করা ২৯ লাখ ১৫০ টাকা নিয়ে ১৯৯১ সালে দুর্নীতি দমন ব্যুরো মামলা করেছিল। ওই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার ওই আদেশ দিয়েছেন বিশেষ ওই আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন