আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতাকে মারপিট

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতাকে মারপিট

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ি চরে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতার মুদিখানায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

হামলার শিকার হলদিয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ও ব্যবসায়ী শাহজাহান মন্ডলকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এলাকার লোকজন জানান, গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একই এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ফরিদ মির্জা জনসম্মুখে কটূক্তিমূলক মন্তব্য করেন। প্রকাশ্যে এমন কটূক্তির প্রতিবাদ করেন উপস্থিত জাতীয়তাবাদী কৃষকদলের হলদিয়া ইউনিয়ন কমিটির সদস্য সচিব শাহজাহান মন্ডল।

এ সময় কাটাকাটির একপর্যায়ে ফরিদ মির্জা সহ তার লোকজন শাহজাহানের মুদিখানায় অতর্কিত ভাবে হামলা চালায় ও মারপিট করে। এতে আহত হলে শাজাহান মন্ডলকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী জানান, ম্যাডামের মৃত্যু নিয়ে কটূক্তি করায় শাহজাহান মন্ডল প্রতিবাদ করেছে। সে কারণে তার উপর হামলা চালিয়ে মারপিট করে। সাঘাটা থানার ওসি মাহমুদুল আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন