আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বসুন্ধরার চেয়ারম্যানের স্ত্রীর ভবনসহ জমি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

বসুন্ধরার চেয়ারম্যানের স্ত্রীর ভবনসহ জমি জব্দের আদেশ

দুর্নীতির অভিযোগ থাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) এর স্ত্রী আফরোজা বেগমের নামে গুলশানে বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ঢাকার ভাটারা এলাকার ৩ দশমিক ৩৭৭ একর জমিও জব্দের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বহুতল ভবনসহ এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানে ১০ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে সে ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিপুল অর্থপাচারসহ অবৈধ সম্পদের মলিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম তার মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে এ অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্য ব্যর্থ হবে।

এজন্য সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ করা একান্ত প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন