আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর শনিবার সিলেট ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে দুপুর ১২ থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এই সমাবেশ সফলের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৮ দলের যৌথ উদ্যোগে এক প্রচার মিছিল বের করা হয়। নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, শনিবারের বিভাগীয় সমাবেশকে ঘিরে পুরো নগরী ৮ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হবে। বক্তারা ৫ দফা দাব আদায়ে সমাবেশ সফল করার আহ্বান জানান।
প্রচার মিছিলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ আলহাজ্ব মাওলানা এমরান আলমসহ অপর দলে নেতারা অংশ নেন।

