গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা ও পাঁচ জুয়ারিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার তালুককানুপুর ও শালমারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালুককানুপুর ও শালমারা এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তালুককানুপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রেজাউল করিম (৪৭) ও শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন ব্যাপারীকে (৫৬) গ্রেপ্তার করে। অপরদিকে, একই রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তালুককানুপুর বাজার থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জামাদিসহ জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- রবিউল ইসলাম (৩৯), আব্দুল জোব্বার (৬২), মধু মিয়া (৪২), লিচু মিয়া (৩৭) ও শরিফুল ইসলাম (৪৪)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা ও ৫ জুয়ারিসহ ৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

