বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবীন সদস্যদের বরণ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নবীনদের বরণ ও অবসরপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী শামসুল হুদা শোয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তিনি বলেন, ভূমি প্রশাসন রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমি কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নবীন কর্মকর্তাদের অভিজ্ঞ সিনিয়রদের কাছ থেকে শিখে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মজীবনের অভিজ্ঞতা আমাদের জন্য অনুকরণীয় ও পথপ্রদর্শক হয়ে থাকবে।
তিনি আরো বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসেবার মান বাড়াতে সবাইকে দলগতভাবে কাজ করতে হবে। কল্যাণ সমিতির এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধনকে আরো দৃঢ় করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক আলহাজ মনসুর আহমদ লস্কর প্রমুখ৷
বক্তারা, নবীন সদস্যদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

