বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, জনগণের প্রতি আমাদের রাজনৈতিক কমিটমেন্ট রয়েছে। দায়বদ্ধতা থেকে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে। কারণ আমাদের ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণের যে সমস্ত ওয়াদা, কমিটমেন্ট, সুযোগ-সুবিধার ব্যাপারে বলা হবে, সেটা বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি এমপি হওয়ার পর বিশাল বড় এ ইউনিয়নকে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দিয়ে ভাগ করিয়েছি। আপনারা একটা ইউনিয়ন পেয়েছেন। ইউনিয়ন হওয়ার পর অনেক উন্নয়ন হয়েছে। মসজিদ-মাদরাসা, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আমি এ আসনে নির্বাচিত হলে কী কী কাজ করব সে পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য মহাপরিকল্পনা করেছে বিএনপি ৩১ দফার মাধ্যমে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে এ ৩১ দফা করা হয়েছে। এ ৩১ দফার মধ্যে মতামত রেখেছে জামায়াতে ইসলাম, চরমোনাই। সবাইকে কিন্তু আমরা দাওয়াত দিয়েছি এবং তারা সবাই অংশগ্রহণ করে তাদের স্ব-স্ব মতামত দিয়েছে। বাংলাদেশের মোট ৬২টা রাজনৈতিক দল এ দফাগুলোর সাথে সংযোজন দিয়েছে। যেটা ভালো, আমরা সেটা নিয়েছি, যাতে ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
খায়ের ভূঁইয়া বলেন, বিএনপি নির্বাচিত হলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। যাতে এ কার্ডের মাধ্যমে তারা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পায়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুট্টু চৌধুরী, সদর উপজেলা (পশ্চিম) শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মিসেস নয়ন মেম্বার, সহসভাপতি হাসিনা শওকত, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সদ্দার, সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদার হোসেন প্রমুখ।

