আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের পক্ষথেকে আর্থিক সহায়তা প্রদান। শনিবার সকাল ১১টায় জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও জেলা জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াতের পক্ষেথেকে সমবেদনা জানিয়ে এ দুর্ঘটনাকে আল্লাহর পক্ষথেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার আহবান জানান । পরে ক্ষতিগ্রস্ত ১৮জন ব্যবসায়ীদের কে জেলা জামায়াতের পক্ষথেকে এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, দলের মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী আনুষ্ঠানিকভাবে সহায়তা হস্তান্তর করেন।

এ সময় মহালছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফরিদ সওদাগর, মহালছড়ি ইউনিয়ন জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন, মহালছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মাহবুবুল আলমসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার মহালছড়ি বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে বাজারের সেন্টার পয়েন্টের ২৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন