
উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী, চরকাচিয়া, কানিবগা ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী (এসএএও) আখতার হোসেন তথ্য গোপন ও উপজেলা কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে দুটি হারভেস্টার মেশিন ও তৃণমূল পর্যায়ে ডিজিটাল কৃষক সেবা সার্ভিস সেন্টারের সরকারি ভর্তুকির প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তথ্য পাওয়া যায়। রায়পুর উপজেলা থেকে ২০টি হারভেস্টর মেশিন বিতরণে কোটি টাকারও বেশি উপ-সহকারীরা লোপাট করেছে বলে জানা যায়। এছাড়াও তথ্য সংগ্রহে গিয়ে কাজে ফাঁকি দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
স্থানীয় কৃষকরা বলেন, "আক্তার হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিবারের এবং লক্ষ্মীপুরে ছাত্রহত্যার অন্যতম আসামি। সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেনের ছত্রছায়ায় সরকারি চাকরি করে নানাভাবে অনিয়ম, দুর্নীতি করলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস হয়নি কারো। তার কর্মস্থল ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন হলেও তিনি সার্বক্ষণিক থাকেন ২নং চরবংশীতে। "
স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, " স্বজনপ্রীতি করে তার ভাগিনা ইব্রাহীম গাজী, পিতা: আ. খালেক গাজী, কম্বাইন হারভেস্টার, ইঞ্জিন নং 15424A, চেসিস নং C60B500449, এবং জহিরুল ইসলাম, পিতা : আব্দুল খালেক, কম্বাইন হারভেস্টার ইঞ্জিন নং 16962 A, চেসিস নং C60B500982 নামে দুটি হারভেস্টার মেশিন এনে সেই মেশিন অন্য এরিয়ায় নিয়ে নিজের তত্ত্বাবধানে চালান। দুটো মেশিনে সরকার প্রায় ৩২ লক্ষ টাকা ভর্তুকি দিয়েছেন স্থানীয় কৃষকদের সুবিধার্থে। অথচ মেশিন কোথায় রাখে তাও স্থানীয় কৃষকরা কেউ জানেন না। এছাড়াও প্রণোদনার যত বরাদ্দ কৃষকদের জন্য আসে তার অধিকাংশই স্বজনদের নামে-বেনামে লুটে নেন তিনি।
৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন করে বর্তমান সরকার কৃষকদের জন্য তৃণমূল পর্যায়ে কৃষক সেবা ডিজিটাল সেন্টারে সরকার ৫ লক্ষ টাকা প্রণোদনা দিয়েছেন বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়। অথচ সেই ডিজিটাল সেন্টার আক্তার হোসেন তার নিজের ছোট ভাইয়ের নামে এনে সরকারি ডিউটি ফাঁকি দিয়ে সেই দোকানেই সার্বক্ষণিক থাকেন। আওয়ামী লীগ পরিবারের হওয়ায় দল ক্ষমতায় থাকতেও সরকারি চাকরি করে অনিয়ম দুর্নীতি করেছে। এখনো উপজেলা কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে অনিয়ম দুর্নীতি করেছেন বলে তথ্য পাওয়া যায়। তার এই ডিজিটাল সেন্টারের বিষয়ে কৃষক কিছু জানেন না এবং তার স্বজনরা ছাড়া কেউ সামান্যতম সুবিধাও পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
২নং উত্তর চরবংশীর কর্তব্যরত কৃষি উপসহকারী (এসএএও) মো. মনির হোসেন বলেন, "আমি ২ নম্বরের দায়িত্বে আছি ঠিকই, কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা স্যার আমার কাছে কোনো কিছু না জানিয়ে আখতার হোসেনের সঙ্গে পরামর্শ করে তার ছোট ভাই আবুল হোসেনকে তৃণমূল পর্যায়ে কৃষক সেবা ডিজিটাল সেন্টার দিয়েছেন। আমি কিছু বলতে পারবো না, এটা নিয়ে আমি স্যারকে অনেকবার বলেছিলাম। স্যার আমার কোনো কথাই শুনেননি। আখতার যেভাবে বলেছেন স্যার সেভাবে করেছেন। কেন করছেন এ বিষয়ে স্যার বলতে পারবেন।"
তথ্য সংগ্রহে গিয়ে আরও জানা যায়, সরকার ভর্তুকির অধিকাংশ হারভেস্টার মেশিনই উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বজনপ্রীতির মাধ্যমে সরকারের শর্ত ভঙ্গ করাসহ ব্যাপক অনিয়ম করে দেয়া হয়েছে। এতে সরকারি ভর্তুকির প্রায় কোটি টাকার লোপাট হয়েছে বলে জানা যায়। উপসহকারী কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও তদারকির অভাবে অনেক মেশিন অচল হয়ে গেছে। যেগুলো সচল রয়েছে তার অধিকাংশই শর্ত ভঙ্গ করে বিক্রি করে দিয়েছেন কৃষক নামে আওয়ামী লীগের ব্যানারে থাকা সুবিধাভোগীরা।"
এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম প্রথমে কোনো তথ্য দিতে চাননি। তথ্যপ্রাপ্তির আবেদনপত্রে আবেদন করেও সঠিক কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, এসব তথ্য দিয়ে কী করবেন? আপনাদের কোনো সুবিধা প্রয়োজন হলে সেটা বলবেন, পরবর্তী কোনো হারভেস্টার মেশিন বরাদ্দ এলে আপনারা চাইলে আপনাদের দিবো। এগুলো নিয়ে আর ঘাঁটাঘাঁটি কইরেন না, পাস্ট-ইজ পাস্ট, বাদ দেন এসব। আমি সবসময় বিজি থাকি, এসব নিয়ে আমাকে আর জ্বালাইয়েন না।
তিনি আরো বলেন, আপনারা নিউজ করেন, প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়ায় শাস্তি হিসেবে আমি অভিযুক্তদের ইউনিয়ন বদল করে দিয়েছি। এতে কি শাস্তি হয়নি? অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী, চরকাচিয়া, কানিবগা ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী (এসএএও) আখতার হোসেন তথ্য গোপন ও উপজেলা কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে দুটি হারভেস্টার মেশিন ও তৃণমূল পর্যায়ে ডিজিটাল কৃষক সেবা সার্ভিস সেন্টারের সরকারি ভর্তুকির প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তথ্য পাওয়া যায়। রায়পুর উপজেলা থেকে ২০টি হারভেস্টর মেশিন বিতরণে কোটি টাকারও বেশি উপ-সহকারীরা লোপাট করেছে বলে জানা যায়। এছাড়াও তথ্য সংগ্রহে গিয়ে কাজে ফাঁকি দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
স্থানীয় কৃষকরা বলেন, "আক্তার হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিবারের এবং লক্ষ্মীপুরে ছাত্রহত্যার অন্যতম আসামি। সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেনের ছত্রছায়ায় সরকারি চাকরি করে নানাভাবে অনিয়ম, দুর্নীতি করলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস হয়নি কারো। তার কর্মস্থল ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন হলেও তিনি সার্বক্ষণিক থাকেন ২নং চরবংশীতে। "
স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, " স্বজনপ্রীতি করে তার ভাগিনা ইব্রাহীম গাজী, পিতা: আ. খালেক গাজী, কম্বাইন হারভেস্টার, ইঞ্জিন নং 15424A, চেসিস নং C60B500449, এবং জহিরুল ইসলাম, পিতা : আব্দুল খালেক, কম্বাইন হারভেস্টার ইঞ্জিন নং 16962 A, চেসিস নং C60B500982 নামে দুটি হারভেস্টার মেশিন এনে সেই মেশিন অন্য এরিয়ায় নিয়ে নিজের তত্ত্বাবধানে চালান। দুটো মেশিনে সরকার প্রায় ৩২ লক্ষ টাকা ভর্তুকি দিয়েছেন স্থানীয় কৃষকদের সুবিধার্থে। অথচ মেশিন কোথায় রাখে তাও স্থানীয় কৃষকরা কেউ জানেন না। এছাড়াও প্রণোদনার যত বরাদ্দ কৃষকদের জন্য আসে তার অধিকাংশই স্বজনদের নামে-বেনামে লুটে নেন তিনি।
৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন করে বর্তমান সরকার কৃষকদের জন্য তৃণমূল পর্যায়ে কৃষক সেবা ডিজিটাল সেন্টারে সরকার ৫ লক্ষ টাকা প্রণোদনা দিয়েছেন বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়। অথচ সেই ডিজিটাল সেন্টার আক্তার হোসেন তার নিজের ছোট ভাইয়ের নামে এনে সরকারি ডিউটি ফাঁকি দিয়ে সেই দোকানেই সার্বক্ষণিক থাকেন। আওয়ামী লীগ পরিবারের হওয়ায় দল ক্ষমতায় থাকতেও সরকারি চাকরি করে অনিয়ম দুর্নীতি করেছে। এখনো উপজেলা কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে অনিয়ম দুর্নীতি করেছেন বলে তথ্য পাওয়া যায়। তার এই ডিজিটাল সেন্টারের বিষয়ে কৃষক কিছু জানেন না এবং তার স্বজনরা ছাড়া কেউ সামান্যতম সুবিধাও পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
২নং উত্তর চরবংশীর কর্তব্যরত কৃষি উপসহকারী (এসএএও) মো. মনির হোসেন বলেন, "আমি ২ নম্বরের দায়িত্বে আছি ঠিকই, কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা স্যার আমার কাছে কোনো কিছু না জানিয়ে আখতার হোসেনের সঙ্গে পরামর্শ করে তার ছোট ভাই আবুল হোসেনকে তৃণমূল পর্যায়ে কৃষক সেবা ডিজিটাল সেন্টার দিয়েছেন। আমি কিছু বলতে পারবো না, এটা নিয়ে আমি স্যারকে অনেকবার বলেছিলাম। স্যার আমার কোনো কথাই শুনেননি। আখতার যেভাবে বলেছেন স্যার সেভাবে করেছেন। কেন করছেন এ বিষয়ে স্যার বলতে পারবেন।"
তথ্য সংগ্রহে গিয়ে আরও জানা যায়, সরকার ভর্তুকির অধিকাংশ হারভেস্টার মেশিনই উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বজনপ্রীতির মাধ্যমে সরকারের শর্ত ভঙ্গ করাসহ ব্যাপক অনিয়ম করে দেয়া হয়েছে। এতে সরকারি ভর্তুকির প্রায় কোটি টাকার লোপাট হয়েছে বলে জানা যায়। উপসহকারী কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও তদারকির অভাবে অনেক মেশিন অচল হয়ে গেছে। যেগুলো সচল রয়েছে তার অধিকাংশই শর্ত ভঙ্গ করে বিক্রি করে দিয়েছেন কৃষক নামে আওয়ামী লীগের ব্যানারে থাকা সুবিধাভোগীরা।"
এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম প্রথমে কোনো তথ্য দিতে চাননি। তথ্যপ্রাপ্তির আবেদনপত্রে আবেদন করেও সঠিক কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, এসব তথ্য দিয়ে কী করবেন? আপনাদের কোনো সুবিধা প্রয়োজন হলে সেটা বলবেন, পরবর্তী কোনো হারভেস্টার মেশিন বরাদ্দ এলে আপনারা চাইলে আপনাদের দিবো। এগুলো নিয়ে আর ঘাঁটাঘাঁটি কইরেন না, পাস্ট-ইজ পাস্ট, বাদ দেন এসব। আমি সবসময় বিজি থাকি, এসব নিয়ে আমাকে আর জ্বালাইয়েন না।
তিনি আরো বলেন, আপনারা নিউজ করেন, প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়ায় শাস্তি হিসেবে আমি অভিযুক্তদের ইউনিয়ন বদল করে দিয়েছি। এতে কি শাস্তি হয়নি? অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মোহাম্মদ মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড এবং কথিত মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়ি লক্ষ্য করে নয় রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক মুখে হেলমে
১৫ মিনিট আগে
খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবেদা নাহার এবং ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী কাগজে-কলমে কাজ দেখিয়ে বরাদ্দকৃত দুই লক্ষ টাকা উত্তোলন করে পুরো টাকাই আত্মসাৎ করেছেন।
১৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী দুটি বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী ট্রোলপ্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে