তিন আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৭: ৫০

কক্সবাজারের দ্বীপাঞ্চল মহেশখালী উপজেলার সন্ত্রাসের জনপদ খ্যাত কালারমারছড়া থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাত ৪টা ২০ মিনিটে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনাস্থ ষাইট্টাঘোনা এলাকায় বিশেষ এই অভিযান চালানো হয়। ওই সময় একটি একনলা বন্দুক, দুইটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে আটক তিন ডাকাত হলেন মৃত মনসুর আলম ওরফে রসুর ছেলে মো. তারেক (২২), মৃত শাহ আলমের ছেলে মো. ফারুক (১৯) ও মৃত আবদুস সামাদের ছেলে সালাহ উদ্দিন ওরফে কামাল উদ্দিন (২৬)। এদের প্রত্যেকের বাড়ি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছামিরাঘোনা এলাকার বাসিন্দা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত