
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনায় বাদী হয়ে রাসেল নামে এক ব্যক্তি ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত বৃহস্পতিবার বিকেল ২টা থেকে ৪টার মধ্যে কয়েক দফায় সংঘর্ষে থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। এসময় অগ্নিসংযোগে ২০টি ঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে শহরের সান্দার পট্টি ও নারুলী পশ্চিম পাড়ায় দীর্ঘদিনের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র, রামদা, রড, লাঠি, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা মধ্যে রণক্ষেত্রের পরিণত হয়।
মামলার বাদী রাসেল জানান, সংঘর্ষের সময় দুর্বৃত্তরা বাদীর দোকানে ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দুইঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে জগলুর করিম, মুক্তার হোসেন ও সাইফুল ইসলামের বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় চালানো হয় লুটপাটও।
তিনি বলেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। তার প্রতিবাদ করাতেই ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, আমরা সংঘর্ষের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি। তা বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হচ্ছে। দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু হবে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনায় বাদী হয়ে রাসেল নামে এক ব্যক্তি ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত বৃহস্পতিবার বিকেল ২টা থেকে ৪টার মধ্যে কয়েক দফায় সংঘর্ষে থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। এসময় অগ্নিসংযোগে ২০টি ঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে শহরের সান্দার পট্টি ও নারুলী পশ্চিম পাড়ায় দীর্ঘদিনের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র, রামদা, রড, লাঠি, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা মধ্যে রণক্ষেত্রের পরিণত হয়।
মামলার বাদী রাসেল জানান, সংঘর্ষের সময় দুর্বৃত্তরা বাদীর দোকানে ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দুইঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে জগলুর করিম, মুক্তার হোসেন ও সাইফুল ইসলামের বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় চালানো হয় লুটপাটও।
তিনি বলেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। তার প্রতিবাদ করাতেই ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, আমরা সংঘর্ষের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি। তা বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হচ্ছে। দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু হবে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি তাজা গুলি উদ্ধার করেছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক।
২ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়ায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসাগুলো আনা হয়েছে বলে
৮ ঘণ্টা আগে