
জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন ৪ জন। শনিবার সদর উপজেলার বিচ্ছিন্ন চরকাচিয়া ইউনিয়নের মাঝেরচরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাজাহান মীর (৭০), মোহাম্মদ আলী মৃধা (৬০), অপূর্ব পাটওয়ারী (১৮) ও মঞ্জুর আলম (২৫)। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা সকলেই সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় আব্দুস সাত্তার জানান, একদল অবৈধ বালু উত্তোলনকারী দীর্ঘদিন ধরে কাচিয়ার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তাতে আমাদের দেশকূল নদী ভাঙনের কবলে পড়ে। আজ আমরা স্থানীয় শতাধিক লোক সকাল ১০টার দিকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে বালু উত্তোলনকারীরা জানায়, জেলা বিজেপির শ্রমিক পার্টির সভাপতি চকেট জামালের নির্দেশে আমরা বালু উত্তোলন করি।
এ সময় হঠাৎ চকেট জামালের ভাগিনা শাহীন ও নিরবের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী স্পিডবোটে এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়।
তিনি আরো বলেন, আমরা চরে যাওয়ার সময় ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে ছিলাম। তিনি কোনো ব্যবস্থা নেননি।
আহত শাজাহান মীর জানায়, চকেট জামাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে চরের বালু উত্তোলন করে আসছে। তাতে আমাদের এলাকার নদী ভেঙে যাচ্ছে। বাধা দিলে সন্ত্রাসী অস্ত্রধারীরা আমাদের গুলি করে।
এদিকে স্থানীয়রা গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত চকেট জামাল বলেন, এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আর আমাদের লোকজন সেখানে যাবে কেন। আমাদের বালুমহাল ৮ কিলোমিটার দূরে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, কারা হামলা করেছে খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন ৪ জন। শনিবার সদর উপজেলার বিচ্ছিন্ন চরকাচিয়া ইউনিয়নের মাঝেরচরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাজাহান মীর (৭০), মোহাম্মদ আলী মৃধা (৬০), অপূর্ব পাটওয়ারী (১৮) ও মঞ্জুর আলম (২৫)। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা সকলেই সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় আব্দুস সাত্তার জানান, একদল অবৈধ বালু উত্তোলনকারী দীর্ঘদিন ধরে কাচিয়ার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তাতে আমাদের দেশকূল নদী ভাঙনের কবলে পড়ে। আজ আমরা স্থানীয় শতাধিক লোক সকাল ১০টার দিকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে বালু উত্তোলনকারীরা জানায়, জেলা বিজেপির শ্রমিক পার্টির সভাপতি চকেট জামালের নির্দেশে আমরা বালু উত্তোলন করি।
এ সময় হঠাৎ চকেট জামালের ভাগিনা শাহীন ও নিরবের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী স্পিডবোটে এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়।
তিনি আরো বলেন, আমরা চরে যাওয়ার সময় ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে ছিলাম। তিনি কোনো ব্যবস্থা নেননি।
আহত শাজাহান মীর জানায়, চকেট জামাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে চরের বালু উত্তোলন করে আসছে। তাতে আমাদের এলাকার নদী ভেঙে যাচ্ছে। বাধা দিলে সন্ত্রাসী অস্ত্রধারীরা আমাদের গুলি করে।
এদিকে স্থানীয়রা গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত চকেট জামাল বলেন, এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আর আমাদের লোকজন সেখানে যাবে কেন। আমাদের বালুমহাল ৮ কিলোমিটার দূরে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, কারা হামলা করেছে খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে।
২২ মিনিট আগে
সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের অবৈধ কার্তুজ উদ্ধারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৮ মিনিট আগে
ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুন বলেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকেই নমিনেশন দেয়া হবে। অন্য কোনো দল থেকে নমিনেশন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
৩৮ মিনিট আগে
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনারা ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিপুল বিজয়ী করবেন। আপনারা আপনাদের ন্যায্য অধিকার বুঝে পাবেন।
১ ঘণ্টা আগে