দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে

আমার দেশের চরফ্যাশন প্রতিনিধিকে হত্যা মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০০

সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় ‘অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনওর লুটপাট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জেরে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমার দেশ ও নাগরিক টিভির চরফ্যাশন প্রতিনিধিকে হত্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছে চরফ্যাশন আদালতের এপিপি হযরত আলী হিরন।

বিজ্ঞাপন

যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একই সাথে বিভিন্ন পক্ষ থেকে সাংবাদিক লোকমানকে অব্যাহত হুমকি দেয়া হচ্ছে।

একই উপজেলায় স্বামী জজ এবং স্ত্রী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করায় কেউ ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। এমতাবস্থায় চরম নিরাপত্তা ঝুঁকিতে আছেন সাংবাদিক লোকমান।

উল্লেখ্য, চাঞ্চল্যকর ছাত্রদল সভাপতি আ: রাজ্জাক হত্যা মামলায় ফাঁসানোর হুমকির প্রেক্ষিতে -সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার শহীদ আ: রাজ্জাকের ছোটভাই আব্দুর রহমান সোস্যাল মিডিয়ায় এক বক্তব্যে বলেন, প্রকৃত আসামীদের আড়াল করতেই সাংবাদিক লোকমান হোসেনকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। যা ন্যায়বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, একজন পেশাদার সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর প্রকাশ্য হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হুমকির ঘটনাটি ওপেন হয়ে গেছে সাংবাদিকের কপাল ভালো। নয়তো হুমকিদাতা নয়ছয় করতে পারতো। এ ধরনের বিতর্কিত এবং নীতি নৈতিকতা বিবর্জিত হুমকিদাতা এপিপি হযরত আলীর নিয়োগ বাতিলের দাবি করে হুমকির তদন্ত দাবি করছি। একইসঙ্গে সাংবাদিক লোকমানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত