চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে পদ হারালেন পটুয়াখালী মহিলা দল সভাপতি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০: ৪৬

পটুয়াখালীতে চাঁদাবাজী,দখলবাজী সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা সীমার পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, 'আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এ আদেশ আজ থেকে কার্যকর হবে।'

এ ব্যাপারে জানতে চাইলে আফরোজা সীমা বলেন,'আমি জেলা মহলিা দলের সভাপতি সহ স্থানীয় শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি।বিদ্যালয়ের ব্যাপারে কিছু ঝামেলা হয়েছে। পদ স্থগিতের ব্যাপারে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলে পরে আমার করনীয় জানাব'।

এ ব্যাপারে জেলা বিএনপি সভাপতি স্নেহাংসু সরকার বলেন,'জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমার ব্যাপারে কেন্দ্রে সুনির্দিষ্ট কোন অভিযোগ হয়তো ছিল তাই পদ স্থগিত হয়েছে। কোন ব্যক্তির দায় দল বহন করবে না '।

এছাড়াও গত শুক্রবার তার বিরুদ্ধে একজন গণমাধ্যমকর্মীকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত