ফেসবুকে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০০: ১২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবক নেছারাবাদ উপজেলার জগতপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে। কৌশিক বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত কৌশিক তার ফেসবুক প্রোফাইল থেকে

মহানবী (স.) কে নিয়ে অশ্লীল কটূক্তি করে।

বিষয়টি স্থানীয় মুসলিমদের নজরে এলে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লীরা এর প্রতিবাদে এবং দোষী কৌশিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে।

পরে স্থানীয় প্রশাসন ও মুসল্লীদের চাপের মুখে কৌশিক সাহাকে আইনের হাতে সোপর্দ করতে বাধ্য হন পিতা সুব্রত সাহা।

অভিযুক্ত কৌশিক সাহার বাবা সুব্রত সাহা বলেন, আমার ছেলে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশুনা করে। কি স্ট্যাটাস দিয়েছে আমি দেখিনি। তবে শুনেছি সে অন্যের পোস্টের কমেন্টে রিপ্লাই দিয়েছিল। আমি বিষয়টি জানার সাথে সাথে ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছি। সে যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হবে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, আমরা খবর পেয়েই ওই ছেলেকে ধরে এনে থানা হাজতে রেখেছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত