আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

পটুয়াখালীর বাউফলে‘ডেভিলহান্ট’ অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের হামলায় এক পুলিশ সদস্য ও গাড়িচালক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ধুলিয়া ইউনিয়নের আব্দুর রব হাওলাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মান্না হাওলাদার ধুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহবুব হাওলাদারকে ধরতে অভিযান চালায় বাউফল থানা পুলিশ।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও পুলিশের ভাড়াকৃত সিএনজি চালক তামিম হোসেন দুলাল আহত হন।

এসআই মাসুদুর রহমান বলেন, স্থানীয়রা আমাদের ঘিরে ধরে ডাকাত সন্দেহে হামলা চালায় ও ধস্তাধস্তি হয়। পরে পাশের পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকি টকি ও অস্ত্র দেখিয়ে পরিচয় দেওয়ার পর সবাই নিশ্চিত হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, মান্না হাওলাদারকে ডেভিলহান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন