চরফ্যাশনে আলোচিত জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৮: ০০

ভোলার চরফ্যাশনে আপন দুই ভাইকে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুইজনকে ছয় ও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. বেলাল, তার ভায়রা ভাই মো. ছালাউদ্দিন বয়াতী এবং মো. শরীফুল ইসলাম। এছাড়া আবু মাঝিকে ছয় মাস এবং আবুল কাশেমকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২১ সালের ৭ এপ্রিল আসলামপুর ইউনিয়নের একটি বাগান থেকে দুই ভিকটিম তপন চন্দ্র শীল এবং দুলাল চন্দ্র শীলের মাথাবিহীন ও আগুনে ঝলসে যাওয়া লাশ উদ্ধার করা হয়। পরে একই গ্রামের একটি টয়লেটের ট্যাংকি থেকে তাদের কাটা মাথা দুটিও পাওয়া যায়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের কাছে জমি বিক্রির পাওনা টাকা চাইতে গেলে বেলাল তাদের হত্যার পরিকল্পনা করেন। এরপর বেলাল, ছালাউদ্দিন ও শরীফুল মিলে দুই ভাইকে গলা কেটে হত্যা করেন এবং পেট্রোল ঢেলে তাদের লাশ পুড়িয়ে দেয়।

আদালত বলেন, "আসামিরা ঠাণ্ডা মাথায় এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।" ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় তিন আসামি শরিফুল ইসলাম, আবু মাঝি ও আবুল কাশেম আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি বেল্লাল ও ছালাউদ্দিন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত