যৌথ অভিযানে দুই জেলের কারাদণ্ড, সাড়ে ​৩ লাখ টাকার জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২: ৫৩

পিরোজপুরের ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় যৌথভাবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এক অভিযানে কঁচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুইজন জেলেকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

ইন্দুরকানী উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভাণ্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পাড়েরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬,০০০ মিটার কারেন্ট জাল এবং ৩,৫০০ মিটার ইলিশা জাল জব্দ করা হয়।

পরে ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আটক দুই জেলে মো. বাবু (৩০), পিতা: বারেক খান এবং ইব্রাহিম (৩৫), পিতা: মৃত জয়নাল খানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশ দেয়ার পর জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে কেউ যেন আইন লঙ্ঘন করতে না পারে সে জন্য প্রশাসন, পুলিশ ও মৎস্য অধিদপ্তর একযোগে কাজ করছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত