আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জে বিএনপির তিন বিদ্রোহী বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিএনপির তিন বিদ্রোহী বহিষ্কার
ছবি: আমার দেশ

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জে বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন— জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজকে একই কারণে বহিষ্কার করা হয়েছে। তিনিও গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবকে একই কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনিও দলের সিদ্ধান্ত অমান্য করে গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জানা গেছে, প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...