এক ইলিশ ৫ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৩: ১১

পটুয়াখালীর কুয়াকাটায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়েছে। রোববার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় জেলে নাসির মাঝির জালে ধরা পড়ে মাছটি। পরে কুয়াকাটা মৎস্য মার্কেটে নিলামে প্রতি মণ ১ লাখ ২০ হাজার টাকা দরে বিক্রি করা হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির হোসেন মাছটি কিনে নেন।

বিজ্ঞাপন

জেলে নাসির মাঝি বলেন, আজকে ট্রলারে একটি মাছই পেয়েছি। সাগরে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে। সাগরে বড় ইলিশ এখন কম ধরা পড়ে। তবে আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।

ব্যবসায়ী ছগির হোসেন বলেন, এখন বড় সাইজের ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই নিলামে মাছটি কিনেছি। লাভের আশায় কিনলেও অল্প মুনাফা পেলেই বিক্রি করে দেব।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকায়ও বড় ইলিশ মিলছে। ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে উৎপাদন বাড়লে দামও কমে আসবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত