বাল্যবিবাহ করতে গিয়ে জরিমানা গুনলেন প্রবাসী

বরিশাল অফিস
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৪: ২৪

বরিশালে বাল্যবিবাহ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডে ৮০ হাজার টাকা জরিমানা দিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার। গত শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার টিকাসার গ্রামের ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিবাহের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে বর শাহীনকে ৫০ হাজার টাকা ও কনের বাবা মোসলেম সরদারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও কনেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, গত ২০ দিন আগেও প্রবাসী শাহীন অন্য এক জায়গায় বাল্যবিযবাহ করতে গিয়ে আটক হয়েছিলেন। সে সময় প্রবাসী বিবেচনায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত