আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের

ঈদের পর পরিবারের সাথে মিলিত হতে রেশনের মালামাল নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের (৫০)। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর কালভার্টের কাছে বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি।

শনিবার এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটিকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী আনসার সদস্য মো. সোলাইমান জানান, জাহাঙ্গীর আলম তাদের কমান্ডার ছিলেন।

কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (আর এন পি এল) এ মোতায়েন ৬০ আনসার সদস্যের কমান্ডার ছিলেন জাহাঙ্গীর আলম। ঈদের পর ছুটি নিয়ে পরিবারের কাছে রেশনের মালামালসহ ভোরে ভোলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর এলাকায় বাস চাপায় তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে পরিবারের লোকজন এসেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, বদরপুরে মিজানের দোকানের দক্ষিণ পাশে কালভার্টের সামনে দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটি সনাক্ত চেষ্টা এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের সাব ইন্সপেক্টর মাহবুব আলম জানান, সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠাই।

প্রাথমিকভাবে জানা গেছে, আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম রেশনের মালামাল নিয়ে মোটরসাইকেল যোগ তার কলাপাড়ার কর্মস্থল থেকে ছুটিতে ভোলার বাড়িতে যাচ্ছিল। বদরপুর কালভার্টের কাছে পৌঁছলে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং এ সময় চলন্ত বাস তাকে চাপা দেয়। সুরাতল রিপোর্টে তার বুকের উপর দিয়ে চাকা চলে যাওয়ার আলামত পাওয়া গেছে। সাথে থাকা রেশনের মালামাল নষ্ট হলেও মোটরসাইকেল তেমন ক্ষতি হয়নি।

নিহত আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামে। নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী, দু’ছেলে ও দু’মেয়ে রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন