মির্জাগঞ্জে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১: ১০

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার উপজেলার পূর্ব সুবিদখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় গত বছরের ৫ অক্টোবর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-১। এই মামলায় নিজাম হাওলাদারের নাম এজাহারে না থাকলেও, অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আমার দেশকে বলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নিজাম হাওলাদারকে বিএনপির অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত