উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলার কার্পেটিং সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক কিলোমিটার সড়কের মাঝখানে একটি বৃহৎ গর্তের সৃষ্টি হওয়ায় স্কুল ও মাদরাসাগামী শিশু শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছেন পথচারী ও সাধারণ যানবাহন। তবু জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ।
উপজেলার ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা পর্যন্ত সড়কটি সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রুতি পাওয়ার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তাটিতে। বর্ষায় সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ না হওয়ায় বর্তমানে কয়েক স্থানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। এ সড়কটি দিয়ে বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মাহবুব গাজী বলেন, দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু রাস্তার বেহালদশা। ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।
কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বাদল তালুকদার বলেন, কবাই ইউনিয়নের ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। ইউনিয়নের হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এ রাস্তাটি চলাচলের জন্য একদম অনুপযোগী।
বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, এলাকার কেউ তাকে এ বিষয়ে অবহিত করেনি। সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতিদ্রুত সড়কের গর্ত এবং রাস্তা সংস্কারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলার কার্পেটিং সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক কিলোমিটার সড়কের মাঝখানে একটি বৃহৎ গর্তের সৃষ্টি হওয়ায় স্কুল ও মাদরাসাগামী শিশু শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছেন পথচারী ও সাধারণ যানবাহন। তবু জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ।
উপজেলার ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা পর্যন্ত সড়কটি সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রুতি পাওয়ার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তাটিতে। বর্ষায় সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ না হওয়ায় বর্তমানে কয়েক স্থানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। এ সড়কটি দিয়ে বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মাহবুব গাজী বলেন, দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু রাস্তার বেহালদশা। ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।
কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বাদল তালুকদার বলেন, কবাই ইউনিয়নের ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। ইউনিয়নের হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এ রাস্তাটি চলাচলের জন্য একদম অনুপযোগী।
বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, এলাকার কেউ তাকে এ বিষয়ে অবহিত করেনি। সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতিদ্রুত সড়কের গর্ত এবং রাস্তা সংস্কারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে