আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকেরগঞ্জে ৩ ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
বাকেরগঞ্জে ৩ ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিককে দু’লাখ টাকা জরিমানা করেছে।

সোমবার বিকেলে উপজেলার ভিআইপি কলোনি কয়েকটি প্রাইভেট ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময় ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা, ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও নিয়ম মেনে সেবা দেয়ার জন্য সতর্ক করা হয়।

সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, ভবিষ্যতে ক্লিনিকে কোনো অনিয়ম ধরা পড়লে এর থেকেও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম রোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষের জেরে ঢাকায় মানববন্ধন

এলাকার খবর
খুঁজুন